রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আর গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই পালবাড়িতে অবস্থিত টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজনেরা ও পুলিশ জানিয়েছে, আগামী মাসে নিহত আসিফের মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিলো। এই জন্য যশোর পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন। রোববার তার পাসপোর্ট দেয়ার দিন ছিলো। দুপুরে তার কলেজের বন্ধু রাকিবকে নিয়ে পাসপোর্ট আনতে যান। ফেরার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা নামক স্থান আসলে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। ঘটনাস্থলেই আসেন নিহত আসিফের মা বাবা ও চাচা। অকালে এভাবে মারা যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তারা। তারা তিনজনেই সড়কের পাশে আহাজারি করছিলেন। স্থানীয়রা তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলেন।
মন্তব্য করুন