ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা ও তার সরকারের। পলাতক হাসিনার পতনের দীর্ঘ ৮ মাস পার হলেও ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত ভবনের প্রধান ফটকের ফলকে এখনো রয়েছে স্বৈরাচার শেখ হাসিনার নাম। দীর্ঘদিন হলেও আদালত ভবনের ফটকে শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয় আইনজীবিদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ভবনের ফলকের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও ক্ষোভ ঝাড়ছেন অনেকে। কেউ কেউ মনে করছেন হাসিনার দোসররা এখনো আদালতে কর্মরত রয়েছে বিধায় এ ধরনের কর্মকান্ড ঘটেছে,না হয় কি ভাবে সম্ভব স্বৈরাচার অবৈধ সরকার পতন হলেও ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত ভবনের প্রধান ফটকে শেখ হাসিনার নাম লেখা থাকে।
এদিকে চীফ জুডিসিয়াল ভবনের প্রধান ফটকের ফলকে পলাতক শেখ হাসিনার নাম থাকায় জেলা আইনজীবী সমিতির নেতারা ক্ষুব্ধ হয়েছেন। এডভোকেট আব্দুল খালেক রিপোর্ট বাংলাদেশ কে বলেন-দ্রুত পলাতক খুনি হাসিনার নামটি আদালতের ফলক থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বলেন-২৪ ঘন্টার মধ্যে জেলার চীফ জুডিসিয়াল আদালত ভবন ও সকল সরকারি ভবনের ফলক থেকে স্বৈরাচার সরকারের দোসর,পলাতক শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে নতুবা কর্মসূচির মাধ্যমে ফলকের নাম পরিবর্তন করা হবে।
এ বিষয়ে কথা বলতে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালতের প্রশাসনকি কর্মকর্তার জন্য অপেক্ষা করেও দেখা মিলেনি।
মন্তব্য করুন