কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ভ্যানচালক শফিউল্লাহ হত্যার প্রধান আসামী রাছেল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত শনিবার রাতে পটুয়াখালী জেলার বাউফল থানার নগরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে রাছেল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। আসামী কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার কিরন এর ছেলে।
কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান জানান, ভিকটিম শফিউল্লাহ এর সাথে আসামী রাছেল হোসেন এর সু-সম্পর্ক ছিল। রাছেল ভিকটিমের নিকট হতে ৪৫ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ভিকটিমকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে যার ফলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাছেল উক্ত টাকা ফেরত দেবে মর্মে মৌখিকভাবে জানায়।
একপর্যায়ে গত ০৫ মে (সোমবার) বিকালে রাছেল পাওনা টাকা ফেরত দেবে মর্মে পরের দিন ভিকটিমকে তার ভাড়াকৃত গ্যারেজে যেতে বলে। রাছেলের কথামতো ভিকটিম পরের দিন দুপুরে গ্যারেজে গেলে আসামী রাছেল পূর্ব পরিকল্পিতভাবে গ্যারেজে থাকা শাবল দিয়ে ভিকটিমের মাথা ও বুকে গুরুতর আঘাত করলে ভিকটিম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
অতঃপর ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে ভিকটিমের চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আত্নগোপন করে।
পরবর্তীতে ভিকটিমের পরিবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ-০৭/০৫/২৫। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
র্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন