জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ঐক্য ও প্রতিজ্ঞা সংরক্ষণের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের আরেকটি রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। সংগঠনটির শীর্ষ পদগুলোতে রয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীরা। জাতীয় নাগরিক কমিটি থেকে আসা নেতাদেরসহ ৮২ সদস্যের সমন্বয়ে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা শফিউল আলম।
আহ্বায়ক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে সংগঠক এবং শাহরীন ইরাকে মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন