পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে ফোনালাপ করেন রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন রুবিও। জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে ভারতের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, শেহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি-নিরাপত্তা বজায় রাখতে ইসলামাবাদকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায়—উভয় দেশ শান্তিপূর্ণ উপায়ে সংকট মোকাবিলা করুক এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত হোক।
মন্তব্য করুন