নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় পৃথক দুই ঘটনায় গ্যাস সিলিন্ডার ও ডায়াস্টিক মেশিন বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উত্তরা ইপিজেডের সেকশন সেভেন কারখানার দুই নারী শ্রমিক—সুইটি আক্তার (২০) ও তাসকিনা আক্তার (২৪) অগ্নিদগ্ধ হন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সুইটি মারা যান। দুজনেই ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
একই দিন দুপুর ১২টার দিকে ইপিজেডের সনিক খেলনা কারখানায় ডায়াস্টিক মেশিন বিস্ফোরণে শ্রমিক লিটন চন্দ্র রায় (২৫) ও দেলোয়ার হোসেন (২৮) অগ্নিদগ্ধ হন। সনিক কারখানায় এর আগেও একই কারণে দুই শ্রমিক মারা যান বলে জানিয়েছেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
মন্তব্য করুন