কাশিনগর হিলফুল ফুজুল পরিষদের সভাপতি এ.বি এম মাসুম বলেছেন, “স্বাস্থ্যসেবা একজন নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে আমরা চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। পহেলা বৈশাখ উপলক্ষে কাশিনগর হিলফুল ফুজুল পরিষদের উদ্যেগে কাশিনগর ইউনিয়নসহ অন্যান্য গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে এমবিবিএস চিকিৎসক কর্তৃক সেবা দেওয়ার দিনব্যাপি কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাশিনগর হিলফুল ফুজুল পরিষদ আয়োজিত এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব একথা বলেন-হিলফুল ফুজুল পরিষদের সভাপতি এ.বি.এম মাসুম।
মেডিকেল ক্যাম্পে ছিল ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা। শিশু, গাইনী, চর্ম, যৌন, মেডিসিন রোগাক্রান্তসহ অন্যান্য রোগীদের চিকিৎসা দেওয়া। প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুরা এই সেবা গ্রহণ করেন। অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কাশিনগর হিলফুল ফুজুল পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোতাহের হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রাজ্জাক, মাওলানা আব্দুল হাই, সমাজ সেবক জহিরুল ইসলাম সুমন, আব্দুর রাজ্জাক,আলহাজ্ব আবুল কাশেম,মেরিন প্রকৌশলী আবু হাসনাত মো. মাসুদ, সাংবাদিকসহ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কাশিনগর হিলফুল ফুজুল পরিষদের সভাপতি এ.বি.এম মাসুম রিপোর্ট বাংলাদেশ’কে আরো বলেন-নববর্ষের এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারী স্বনামধন্য নিউভিশন হসপিটাল লি. এর ডা: জোবায়ের আহমেদ ও গাইনি বিশেষজ্ঞ ডা: তাসনিম ফেরদৌস, মেডিকেল এসিসট্যান্টসহ, স্থানীয় ব্যক্তিবর্গ ও সেবাগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কাশিনগর হিলফুল ফুজুল পরিষদের উদ্যেগে
ভবিষ্যতেও মানবিক সেবা মূলক কর্মসূচি পালন করবেন বলেন জানা যায়।
মন্তব্য করুন