কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি গ্রামের মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম।
পুলিশ জানায়, শনিবার রাতে চৌধুরী পাড়া বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেক পোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তারা নিজেদের হেফাজত থেকে ১০ রাউন্ড করে গুলি বের করে দেয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন রিপোর্ট বাংলাদেশ’কে বলেন, গুলি গুলো পলাতক এক আসামির বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন