দেশের ক্রিকেট তারকারা মেতেছেন ঈদের আনন্দে। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সমাজ মাধ্যমে ফটো পোস্টে তারা শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তদের।
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তার বাবা ও সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।
উইকেটকিপার-ব্যাটার লিটন দাস পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
মন্তব্য করুন